
শনিবার ২৪ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: আইপিএলে উপেক্ষিত হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে টি-২০ তে দ্বিতীয় দ্রুততম শতরানের রেকর্ড গড়েছিলেন। এক সপ্তাহের মাথায় আরও একটি নজির। ছ'দিনে জোড়া শতরান। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে এমিরেল্ড হাই স্কুল গ্রাউন্ডে উত্তরাখণ্ডের বিরুদ্ধে শতরান করেন উরভিল প্যাটেল। ৩৬ বলে একশোয় পৌঁছে যান গুজরাটের ওপেনার। আরও একটি রেকর্ড নিজের দখলে করে নেন। টি-২০ ক্রিকেটের ইতিহাসে ৪০ বলেরও কম খেলে জোড়া শতরানের নজির গড়েন গুজরাটের উইকেটকিপার ব্যাটার। গত সপ্তাহে একই মাঠে ত্রিপুরার বিরুদ্ধে মাত্র ২৮ রানে শতরান করেছিলেন। টি-২০ ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। এদিন তাঁর দাপটে মাত্র ১৩.১ ওভারে ৮ উইকেটে জয় তুলে নেয় গুজরাট। ১৮৩ রান তাড়া করতে নেমে শুরু থেকেই ঝড় তোলেন উরভিল। ৪১ বলে ১১৫ রান করেন। বিধ্বংসী ইনিংসে ছিল ১১টি ছয়, ৮টি চার। উরভিলের ব্যাটে ভর করে ৪১ বল বাকি থাকতেই জয়সূচক রানে পৌঁছে যায় গুজরাট।
ত্রিপুরার বিরুদ্ধে আগের ম্যাচে ৩৫ বলে ১১৩ রান করেন গুজরাটের ওপেনার। ১৫৬ রান তাড়া করতে নেমে মাত্র ১০.২ ওভারে জয়ে পৌঁছে যায় দল। ২৮ বলে একশো টি-২০ ক্রিকেটে এর আগে কোনও ভারতীয় করেনি। স্ট্রাইক রেট ছিল ৩২২.৮৬। এর আগে এস্তোনিয়ার সাহিল চৌহান ২৭ বলে শতরান করেন। যা টি-২০ ক্রিকেটের ইতিহাসে দ্রুততম। দ্রুত রান তোলা উরভিলের কাছে নতুন নয়। ২৮ বলে শতরানের রেকর্ডের প্রায় এক বছর আগে লিস্ট এতে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করেছিলেন। অরুণাচল প্রদেশের বিরুদ্ধে ৪১ বলে শতরান করেন। ২০২৩ সালে গুজরাট টাইটান্সে ছিলেন ২৬ বছরের ক্রিকেটার। ২০ লক্ষ দিয়ে তাঁকে কিনেছিল গুজরাট। কিন্তু এবারের মেগা নিলামের আগে তাঁকে ছেড়ে দেওয়া হয়। আইপিএলের নিলামে উরভিলের বেশ প্রাইজ ছিল ৩০ লক্ষ্য। কিন্তু তরুণ বিধ্বংসী ব্যাটারকে নেয়নি কোনও ফ্র্যাঞ্চাইজি। অবিক্রিত থাকার পর জোড়া রেকর্ড। তাও মাত্র নিলামের এক সপ্তাহের মধ্যে। এবার হয়তো হাত কামড়াবে গুজরাট টাইটান্স।
গম্ভীরের সাজঘরে বাংলার দুই, একজন ছক্কা মারতে ওস্তাদ, আরেকজন বদলেছেন দ্রাবিড় মন্ত্রে
ভালবেসে বদলেছেন ধর্ম, তারকা ক্রিকেটার করুণ নায়ারের স্ত্রী সানায়া সবার থেকে আলাদা
মেসি-রোনাল্ডো একই দলে! জল্পনা বাড়ালেন ফিফা প্রেসিডেন্ট
বিশ্বের দরবারে ভারতের ফুটবলকে চেনাবেন রাহুল কেপি, খেলবেন ওয়েস্ট হ্যামের জার্সিতে, জিতলেই আকাশছোঁয়া অর্থ
ধন্যি গুরু গম্ভীর! ৩ হাজার দিন পরে টেস্টে প্রত্যাবর্তন, ৩৩ বছরের ক্রিকেটারকে ফিরিয়ে 'ভবিষ্যতের দল' গড়লেন গিলদের হেডস্যর
লর্ডসে থাকছে ভারত! টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে মেগা আপডেট
ঘোর বিপদে পাকিস্তান, ভারত না থাকলে হাজার হাজার কোটির ক্ষতি, দিশেহারা প্রতিবেশী দেশ
দিগ্বেশকে ব্যান করেও বিসিসিআইয়ের মুখে চুনকালি, নোটবুক সেলিব্রেশনে ভাইরাল হলেন আরও এক তরুণ
লম্বা স্পেল করার জায়গায় নেই, টেস্ট দল থেকে বাদ পড়ার সম্ভাবনা সামির
বিরল নজির রুটের, টপকে গেলেন শচীন, পন্টিংদের
মোদি-দিদির গ্যারান্টির পর এবার টুটু বসুর গ্যারান্টি! মোহনবাগানের ভোটের আগে কীসের কথা বললেন দেবাশিস দত্ত?
মাদ্রিদে অবশেষে অবসান মদ্রিচ যুগের, ১২ বছরের লম্বা কেরিয়ারে ইতি টানতে চলেছেন ক্রোয়েশিয়ান তারকা
'ওকে পাঁচ মিনিটে ঠিক করে দিতাম', ফের বিস্ফোরণ ঘটালেন যোগরাজ, এবার কাকে নিয়ে পড়লেন?
'মায়ান্তির ট্রাউজার কেন পরে আছো?' উথাপ্পাকে প্রশ্ন সানির, ভাইরাল ভিডিও
ছেলেদের থেকে মেয়েরা এগিয়ে, ভারতীয় ফুটবল নিয়ে বড় ভবিষ্যদ্বাণী ভাইচুংয়ের